fbpx
কূটনীতিবাংলাদেশ

ঝটিকা সফরে ঢাকায় আসছেন প্রভাবশালী মার্কিন সিনেটর গ্যারি চার্লস

একদিনের ঝটিকা সফরে রাতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয়-সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান প্রভাবশালী সিনেটর গ্যারি চার্লস পিটার্স। আজ সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে বাংলাদেশে পৌঁছাবেন তিনি।

জানা গেছে, সফরকালে তিনি সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা নিয়ে তিনি আলোচনা করতে পারেন। এছাড়া আলোচনায় তিন বাহিনীর জন্য মার্কিন নিরাপত্তা সরঞ্জাম বিক্রির প্রস্তাবও উঠতে পারে বলে জানা গেছে।

ওই দিনই তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

গ্যারি চার্লস পিটার্স যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর হলেও দেশটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। সফর শেষে মঙ্গলবারই তিনি ঢাকা ছেড়ে যাবেন বলে জানা গেছে কূটনৈতিক সূত্র থেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button