fbpx
খেলাধুলাক্রিকেট

কোয়াড্রপল সেঞ্চুরিতে স্কুল ক্রিকেটে ইতিহাস মুস্তাকিমের

পাশের দেশ ভারতের ঘরোয়া ক্রিকেটে লম্বা সময় ধরেই স্কুল ক্রিকেটে দেখা মিলছে ক্ষুদে ক্রিকেটারদের ম্যারাথন ইনিংসের। বাংলাদেশেও সেটা হলেও অতীতে স্কুল ক্রিকেট তো নয়ই, স্বীকৃত ক্রিকেটে কেউই আগে করতে পারেননি কেউই। অবশেষ সেই আক্ষেপের ইতি টানলেন মুস্তাকিম হাওয়ালার। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে করেছেন দেশের ইতিহাসের প্রথম কোয়াড্রপল সেঞ্চুরি।

সেন্ট জর্জিস স্কুল ও কলেজের বিপক্ষে জাতীয় স্কুল ক্রিকেটের ঢাকা বিভাগের সোমবারের ম্যাচে এই অনন্য কীর্তি গড়েন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের মুস্তাকিম। ওপেন করতে নেমে ক্রিজে কাটিয়ে দেন পুরো ৫০ ওভারই। তবে বল খেলেন মাত্র ১৭০টি। আর তাতেই প্রতিপক্ষের বোলারদের নিয়ে যেন মেতে ওঠেন ছেলেখেলায়। একে একে সেঞ্চুরি, ডাবল ও ট্রিপল সেঞ্চুরির পর রেকর্ডের পাতায় নাম লিখিয়ে তুলে নেন চারশ রানও।

১৭০ বলে মুস্তাকিম শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান ৪০৪ রানে। চার মারেন ৫০টি, আর ছক্কা ২২টি। ক্রিজে কাটান ২৬০ মিনিট।

ফার্স্ট ক্লাস ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ইনিংসটি খেলেছিলেন জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবাল। ২০২০ সালে জাতীয় ক্রিকেট লিগে ইস্টার্ন জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছিল অপরাজিত ৩৩৪ রান। তবে স্বীকৃত ক্রিকেটের বিবেচনায় বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হয়ে গেছেন এখন মুস্তাকিমই।

মুস্তাকিমের পাশাপাশি একই ম্যাচে আলো ছড়ান চারে নামা সাদ পারভেজও। মাত্র ১২৪ বলে ৩২ চার ও ১৩ ছক্কায় খেলেন ২৫৬ রানের ইনিংস।

এই দুজনের ব্যাটে চড়ে তাদের দল পায় ২ উইকেটে ৭৭০ রানের পাহাড়সম এক স্কোর। জবাবে প্রতিপক্ষ মাত্র ৩২ রানেই গুটিয়ে গেলে ক্যামব্রিয়ান পেয়েছে রেকর্ড গড়া ৭৩৮ রানের অবিশ্বাস্য বিশাল জয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button