
বলিউডের খাতায় নাম লেখালেন টলিউডের গ্ল্যামারাস নায়িকা নুসরাত জাহান। না, কোনো সিনেমায় নয়; তাকে দেখা যাবে মিউজিক ভিডিওতে।
টিপস মিউজিকের ব্যানারে কুমার তুরানি প্রযোজিত এক হিন্দি মিউজিক ভিডিওতে অভিনয় করলেন নুসরাত জাহান। গায়ক পাপনের গাওয়া ‘হাত পে লেহেরায়ে কঙ্গন তেরা’ গানের ভিডিওটি পরিচালনা করেছেন স্নেহা শেঠি কোহলি।
হিন্দি গানটির সঙ্গে নারী কণ্ঠে থাকছে ‘কমলা নিত্য করে থমকিয়া থমকিয়া’র ফিউশন।
সম্প্রতি উত্তর কলকাতার লাহা বাড়িতে শেষ হয়েছে মিউজিক ভিডিওটির শুটিং পর্ব। চৈত্রের দাবদাহকে উপেক্ষা করেই দুর্গাপূজার আমেজে সেজে উঠেছিল লাহা বাড়ি। সেখানেই নুসরাত হাজির হন একেবারে বাঙালি সাজে।
শাড়ি গয়নার দেশি লুকে দারুণভাবে নজর কাড়লেন অভিনেত্রী। এখন ভিডিওটি প্রকাশ্যে আসার অপেক্ষা।