fbpx
খেলাধুলাক্রিকেট

আইপিএলে স্লো-ওভার রেটের শাস্তি থেকে অধিনায়কের মুক্তি

চলতি আইপিএলেই মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে স্লো-ওভার রেটের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন হার্দিক পান্ডিয়া। তবে এখন থেকে এমনটা আর হবে না ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। দলের তিন ম্যাচের স্লো-ওভার রেটের কারণে অধিনায়কের নিষিদ্ধ হওয়ার নিয়মটি সরিয়ে নিয়েছে আইপিএল কতৃপক্ষ।

ফলে এই আইপিএল থেকে কোনো অধিনায়ক তার দলের এমন ঘটনার জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা আর পাবেন না। তবে আগের বছর পাওয়া শাস্তি ভোগ করতে হবে তাদের। আর এই বছর থেকে স্লো-ওভার রেটের শাস্তি কেবল জরিমানা ও ম্যাচ চলাকালীন পেনাল্টির মধ্যেই সীমাবদ্ধতা থাকবে।

গত বছর একই কান্ডের জন্য এই আসরের প্রথম ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এর পরিবর্তে আইপিএলে এখন দেখা যাবে ডিমেরিটস পয়েন্ট।

খেলোয়াড়দের ম্যাচ ফি-এর ২৫ শতাংশ জরিমানা মানে তাদের নামের পাশে যোগ হবে একটি ডিমেরিটস পয়েন্ট। এটি প্রযোজ্য হবে খেলোয়াড় ও দলের স্টাফদের জন্য। এই ডিমেরিটস পয়েন্ট ৩৬ মাস ধরে জমা থাকবে রেকর্ডে।

ডিমেরিটস পয়েন্টগুলি জমা হওয়ার পর সেটি নির্দিষ্ট সংখ্যা স্পর্শ করলেই সেই খেলোয়াড় বা স্টাফ পাবেন এক বা একাধিক ম্যাচের নিষেধাজ্ঞা। এই শাস্তির বিরুদ্ধে ফ্র্যাঞ্চাইজি আপিল করতে পারবে, তবে গুনতে হবে ৯০ লাখ রুপি। কেবল আপিলে সফল হলেই ফেরত পাওয়া যাবে এই অর্থ।

সংশ্লিষ্ট খবর

Back to top button