মিনেসোটায় বাড়ির ওপর ভেঙে পড়লো বিমান

বিমানটিতে ঠিক কতজন আরোহী ছিলেন তা এখনও পরিষ্কার নয়, তবে ব্রুকলিন পার্কের ফায়ার চিফ শন কনওয়ে নিশ্চিত করেছেন যে বিমানের সকল আরোহী নিহত হয়েছেন। তবে সৌভাগ্যবশত, বিধ্বস্ত হওয়া বাড়ির কোনো বাসিন্দা হতাহত হননি।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু করবে। সংস্থাটি রোববার ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে।
এক বিবৃতিতে এনটিএসবি জানিয়েছে, একবার ঘটনাস্থলে পৌঁছানোর পর, তদন্তকারীরা দুর্ঘটনার স্থান নথিভুক্ত করার পাশাপাশি বিমানটি পরীক্ষা করবেন। পরবর্তীতে, বিমানটিকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে আরও বিস্তারিত বিশ্লেষণ করা হবে।

ফায়ার চিফ কনওয়ে বলেছেন, দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো বাড়িটি আগুনে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়ে।
ব্রুকলিন পার্ক মিনেসোটার রাজধানী মিনিয়াপোলিসের একটি শহরতলি, যেখানে প্রায় ৮২ হাজার বাসিন্দা বাস করেন।
মিনেসোটার গভর্নর টিম ওয়াল্টজ বলেছেন, আমাদের দল ব্রুকলিন পার্কের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ও অল্পের জন্য রক্ষা পাওয়া ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এপি জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিভিন্ন ফেডারেল সংস্থার বাজেটে কাটছাঁট করেছিল, যার ফলে বিমান নিরাপত্তা নিশ্চিত করা কর্মীদের শত শত চাকরি হারাতে হয়।



