অন্তর্বর্তী সরকারপ্রধান উপদেষ্টাবাংলাদেশ

ব্যাংকক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

বিমসটেক সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টায় ব্যাংকক বিমানবন্দরে পৌছান তিনি।

এসময় থাইল্যান্ডের মন্ত্রী জিরাপ্রন সিন্ধুপ্রায় প্রফেসর ইউনুসকে বিমানবন্দরে স্বাগত জানান।

স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় বিমসটেক সম্মেলনের তরুণ প্রজন্মের ফোরামে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা।

এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে রওনা হন তিনি।

শুক্রবার সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন।

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে হতে যাওয়া এই সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পাবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এই দায়িত্ব গ্রহণ করবেন থাইল্যান্ডের কাছ থেকে। বিমসটেক সম্মেলনে দুটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবে। এ সময় প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন।

দুই দিনের সফর শেষে শুক্রবার রাতে ঢাকায় ফিরবেন প্রধান উপদেষ্টা।

সংশ্লিষ্ট খবর

Back to top button