fbpx
আন্তর্জাতিকবাংলাদেশ

কানাডায় প্লাটিনাম অ্যাওয়ার্ড পেলেন রিয়েলটর মাহবুব ওসমানী

রিয়েল এস্টেট ব্যবসায় অবদানের জন্য কানাডায় প্লাটিনাম অ্যাওয়ার্ড পেলেন মাহবুব ওসমানী। সম্প্রতি টরন্টোর ডনমিলস রোড ও এগ্লিংটন এভিনিউ ইস্ট সংলগ্ন পার্কভিউ মেনোর বাঙ্কুয়েট হলে আয়োজিত রাইট এট হোম রিয়েলটি ব্রোকারেজের ডন মিলস শাখার কর্তাব্যক্তিরা আনুষ্ঠানিকভাবে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।

এ সময় মাহবুব ওসমানীকে অভিনন্দন জানান ব্রোকারেজের প্রেসিডেন্ট জন লুসিঙ্ক, ম্যানেজিং ব্রোকার ইমরান জাইদি এবং এসিট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার লরা মুরিয়েল।

অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ওসমানী বলেন, ‘এই অ্যাওয়ার্ডের সম্পূর্ণ কৃতিত্ব আমার ক্রেতা, বিক্রেতা, শুভাকাঙ্ক্ষী সকলেরই। তাঁদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। বাড়ি কেনা-বেচার মত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দায়িত্ব তারা আমাকে দিয়েছেন। আমার প্রতি তাঁদের অগাধ বিশ্বাস ছাড়া এই অ্যাওয়ার্ড অর্জন করা সম্ভব ছিল না’। সার্বিক সহযোগিতার জন্য ওসমানী তার বাবা-মা, স্ত্রী, পরিবার-স্বজনদেরও ধন্যবাদ জানান।

কানাডার বাংলাদেশিদের মধ্যে রিয়েলটর হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন মাহবুব ওসমানী। রিয়েল এস্টেটের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির নানা সামাজিক, সাংগঠনিক ও সাংস্কৃতিক কর্মকান্ডেও অত্যন্ত সক্রিয় তিনি।

ওসমানী টরন্টো থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক বাংলামেইল পত্রিকায় রিয়েল এস্টেট নিয়ে নিয়মিত গুরুত্বপূর্ণ নিবন্ধ লেখেন। এছাড়াও টরন্টোর প্রথম ২৪ ঘণ্টার টিভি চ্যানেল এনআরবি টিভিতে ‘প্রপার্টি গাই’ নামে রিয়েল এস্টেট বিষয়ক তথ্যমূলক একটি অনুষ্ঠান সঞ্চালনা করেন তিনি।

২০১৬ সালে অভিবাসী হয়ে কানাডায় পাড়ি জমিয়েছিলেন ওসমানী। রিয়েল এস্টেট পেশা বেছে নেওয়ার কারণ সম্পর্কে ওসমানী বলেন, ‘একজন রিয়েল এস্টেট এজেন্ট সাধারণত মানুষকে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্তে সাহায্য করে থাকেন, তা হল বাড়ি কেনা বা বিক্রি। এই প্রক্রিয়ায় একজন ক্রেতা বা বিক্রেতা নানা প্রশ্ন, উদ্বেগ ও দ্বিধায় থাকেন, যেখানে একজন আন্তরিক ও সহানুভূতিশীল এজেন্ট তাদের পাশে থেকে গাইড করেন। এটি শুধু পেশাগত দায়িত্ব নয়, বরং একটি মানবিক অভিজ্ঞতা।’

তিনি আরও বলেন, ‘সততা, আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে একজন রিয়েলটর নিজের পেশাগত সুনাম গড়ে তুলতে পারেন। এই সুনাম ও সম্পর্কের ভিত্তিতেই পরবর্তীতে অনেক ক্লায়েন্ট আপনাআপনি চলে আসে, কারণ মানুষ এমন কাউকে খোঁজে যাকে তারা বিশ্বাস করতে পারে।’

ওসমানী মনে করেন, অনেক সময় একজন রিয়েল এস্টেট এজেন্ট শুধু প্রপার্টি বিক্রয় নয়, বরং কাউকে সঠিক পরিবেশে, পরিবারের জন্য আদর্শ জায়গায় বসবাসের সুযোগ করে দেন। এটি সমাজে একটি ইতিবাচক পরিবর্তনের অংশ হতে সাহায্য করে।

বাড়ি বেচাকেনা সংক্রান্ত যেকোন পরামর্শের জন্য ওসমানীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন এই মোবাইল নম্বরে 647-572-5600।

উল্লেখ্য, ওসমানী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন এবং গোল্ড মেডেল অর্জন করেন। কানাডায় অভিবাসী হয়ে পাড়ি জমানোর আগে তিনি ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগে শিক্ষকতা করতেন। পাশাপাশি তিনি চ্যানেল টুয়েন্টি ফোরে সংবাদ ও টক শো উপস্থাপনা করতেন। তিনি সময় টিভি এবং এবিসি রেডিওতেও সাংবাদিকতা করেছেন।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button