fbpx
বাংলাদেশসরকার

হাসান-উজ-জামানকে পুলিশি তলবে সাংবাদিক সংগঠনের নিন্দা

সংবাদ প্রকাশের জেরে দৈনিক ইনকিলাবের ক্রাইম রিপোর্টার হাসান-উজ-জামানকে পুলিশি তলবের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন পেশাজীবী সংগঠন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংগঠনটির পক্ষে এক বিবৃতিতে বলেন, সাংবাদিক হাসান-উজ-জামানকে সংবাদ প্রকাশের জেরে ঢাকা মেট্রোপলিটন পুর্লিশের তদন্তকারী কর্মকর্তার দপ্তরে উপস্থিত হওয়ার নোটিশ স্বাধীন সাংবাদিকতার ওপর চরম হুমকি। ডিএমপির এ ধরনের নোটিশ মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্টার পরিপন্থী। তারা অবিলম্বে এ নোটিশ প্রত্যাহারের দাবি জানান।

আরেক বিবৃতিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এমএম বাদশা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, প্রতিবেদন প্রকাশের জেরে গঠিত তদন্ত কমিটি কোনে রিপোর্টারকে এভাবে তলব করতে পারে না। তারা আদালত নন। এটি একেবারেই অগ্রহনযোগ্য।

এছাড়াও বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশনের (বিডিজেএ) সভাপতি তারিকুল ইসলাম মাসুম এবং সাধারণ সম্পাদক মাহবুব সৈকত এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হাসান-উজ-জামানকে দেয়া পুলিশের নোটিশ অফিসিয়ালভাবে অবিলম্বে প্রত্যাহার চেয়েছেন। এসময় তারা বলেন, এভাবে তলব না করে গোপনে রিপোর্টারের কাছে কোনো প্রমান থাকলে তারা চাইতে পারতেন।

উল্লেখ্য, গত ২১ ফ্রেব্রুয়ারি লাশ নিয়ে ৬ ঘন্টার লুকোচুরি, স্বাভাবিক মৃত্যু যখন হত্যা’শিরোনামে দৈনিক ইনকিলাবে প্রতিবেদন প্রকাশ করেন হাসান-উজ-জামান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এণ্ড ট্রান্সশনাল ক্রাইম (স্পেশাল এ্যাকশন গ্রুপ) এর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার  সোয়াট) সাইফুল ইসলাম সাক্ষরিত নোটিশে হাসান-উজ-জামানকে ২৮ এপ্রিল সকাল ১১টায় নিজ আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র ও সাক্ষ্যপ্রমানসহ হাজির হতে নোটিশ দেয়া হয়।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button