fbpx
বাংলাদেশসরকার

‘ক্রাইম রিপোর্টার্স’ সংযুক্ত করে বিভিন্ন সংগঠন: ক্র্যাবের সতর্কবার্তা

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) দেশের এক মাত্র নিবন্ধিত সাংবাদিক সংগঠন হলেও এর সাথে মিল রেখে বিভিন্ন সংগঠনের আত্মপ্রকাশ ঘটছে প্রতিনিয়ত। এমন প্রেক্ষাপটে পেশাদার এ সংগঠনটির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে জানিয়ে এর প্রতিবাদ করেছে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাব।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সংগঠনটির সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ সাক্ষরিত এক প্রেস-বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

WhatsApp Image 2025 04 27 at 4.53.00 PMাপ্ট

সাম্প্রতিক ঘটনার বর্ণনা দিয়ে বিবৃতিতে বলা হয়, দেশের জাতীয় গণমাধ্যমের বিভিন্ন দৈনিক পত্রিকা, টেলিভিশন, রেডিও ও অনলাইন পোর্টালে ঢাকায় কর্মরত অপরাধ বিটের সাংবাদিকদের একমাত্র সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)। প্রায় ৪২ বছর ধরে এই সংগঠন দেশের বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। কিন্তু সম্প্রতি, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন, ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল, ক্রাইম রিপোর্টার্স ফোরাম নামে বিভিন্ন সংগঠনের সাথে ক্রাইম রিপোর্টার্স সংযুক্ত করে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে একটি চক্র। যা পেশাদার ক্রাইম রিপোর্টারদের জন্য বিব্রতকর।

সংগঠন হিসেবে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন সুনিশ্চিত করে জানাচ্ছে যে, এসব সংগঠন কিংবা প্লাটফর্মের সঙ্গে দেশের অপরাধ বিটের সাংবাদিকদের একমাত্র সংগঠন ‘বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)’ এর কোন সংশ্লিষ্টতা নাই। এমনকি বাংলাদেশের কোথাও ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের কোন শাখা কিংবা কোন সহযোগি প্রতিষ্ঠান নাই।

 

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button