fbpx
বিনোদন

নারী নির্যাতন মামলায় শিল্পী নোবেল গ্রেফতার

নারী নির্যাতন মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

‎এর আগে, সোমবার দিবাগত রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এক নারীর ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে রাত ২টার দিকে সারুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী মামলাটি দায়ের করেছেন। এজাহারে ওই ছাত্রী অভিযোগ করেছেন, নোবেল তাকে অপহরণ করে ধর্ষণ করেছেন।

এর আগে ২০২৩ সালে, নোবেলকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। প্রতারণার অভিযোগে এক মামলায় সেবার গ্রেফতার হন তিনি। ভারতের জি বাংলার ‘সা রে গা মা পা’ রিয়েলিটি শো থেকে পরিচিতি পান নোবেল।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button