অন্তর্বর্তী সরকারসরকার

‘২-৩ বছরের মধ্যে সরকারি প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানির আওতায় আসবে’

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সরকারি সব প্রতিষ্ঠান নবায়নযোগ্য জ্বালানির আওতায় আসবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর ব্রাক সেন্টারে সিপিডি আয়োজিত জলবায়ু সপ্তাহের আলোচনায় এ কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কাটিয়ে উঠতে অভিযোজন কৌশল অবলম্বন ও পরিবেশগত দিক বিবেচনায় নেয়া উচিত।

এই সেমিনারে জলবায়ু পরিবর্তনের সংকট থেকে উত্তরণে করণীয় নিয়ে দেশি-বিদেশি গবেষক ও অংশীজনসহ নীতি-নির্ধারকরা নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পাশাপাশি এই সংকট মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি ও সক্ষমতা বাড়ানো নিয়ে আলোচনা করেন বক্তারা। এছাড়া বাজেটে অর্থ বরাদ্দ বাড়ানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলোর আর্থিক ক্ষতিপূরণের বিষয়টিও উঠে আসে।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button