যুক্তরাজ্যবাংলাদেশরাজনীতি

চিরজীবন বিএনপি করেছি এবং আজীবন বিএনপি করব: এম এ মালিক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালিক বলেছেন, “জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দল সকলেই নির্বাচনে অংশগ্রহণ করবে, এটাই রাজনৈতিক সৌন্দর্য। কেউ বিএনপির প্রতিপক্ষ নয়। এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলে একক প্রার্থী রয়েছে। কিন্তু বিএনপিতে শুধু দক্ষিণ সুরমা উপজেলায় ৯ জন প্রার্থী রয়েছেন। সারাদেশেই বহু প্রার্থী রয়েছেন। বিভিন্ন সংস্থার রিপোর্ট, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিনিধিদের রিপোর্ট, দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে প্রত্যেক আসনে একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। দলীয় সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বিএনপির বাইরে আমার কোনো অবস্থান নেই — আমি আজীবন বিএনপি করেছি এবং আজীবন বিএনপির হয়েই কাজ করব।”

শনিবার (২৫ অক্টোবর) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার সংলগ্ন খাজা মহলে ডিপ টিউবওয়েল বিতরণ কার্যক্রম উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এম এ মালিক বলেন, “আমি মূলত ধানের শীষের জন্য কাজ করছি। পরবর্তীতে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে সবাই কাজ করব। আমি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে কারও বিরোধিতা করার প্রশ্নই আসে না। যারা ধানের শীষের জন্য কাজ করবে, তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে।”

তিনি জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও হতদরিদ্র পরিবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে তার ব্যক্তিগত উদ্যোগে ৩০টি ডিপ টিউবওয়েল স্থাপন করা হচ্ছে। এই কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন, সিলেট জেলা বিএনপির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য হাজী মোহাম্মদ শাহ-আলম, তেতলি ইউনিয়ন বিএনপির সভাপতি (নাম অপ্রকাশিত), সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খুসরাজ্জামান, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, এবং সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাপরান আহমেদ প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button