রাজনীতিপ্রবাসী

মানুষের পাশে থাকা সবচেয়ে বড় সম্মানের: এম এ মালিক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, “নিজেকে বড় করে নয়, জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায় করাই আমার লক্ষ্য। কোনো সহিংসতা নয়, ন্যায়ের জন্য আইনের আশ্রয় চাই। মানুষের ভালোবাসা ও পাশে থাকা সবচেয়ে বড় সম্মানের।”

২৯ অক্টোবর (বুধবার) রাতে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে তেলিবাজার সংলগ্ন খাজা মহলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম এ মালিক বলেন, তৃণমূলের নেতাকর্মীদের সম্মান ও গুরুত্ব দিতে পারলেই গণআন্দোলনের পথ আরও শক্তিশালী ও কার্যকর হবে। মাঠে সক্রিয় থাকার ওপর জোর দিয়ে তিনি বলেন, “মাঠেই মানুষের আস্থা ফিরে আসে।”

তিনি আরও বলেন, গণসংযোগ বা সমাবেশে যেন কোনো ধরনের উগ্রতা বা সহিংসতা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ব্যক্তিগত প্রতিশোধ নয়, বরং আইনের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠাই হওয়া উচিত। নিজের ও দলের স্থানীয় নেতাকর্মীদের ওপর হওয়া হামলা ও হত্যাচেষ্টার ঘটনার বিচারও তিনি দাবি করেন।

সভায় ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমার স্থানীয় নেতাকর্মীরা এম এ মালিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “মালিক ভাই আমাদের সাথে সবসময় ছিলেন, আছেন, থাকবেন — আমরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ।”

বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমেদ খলকু বলেন, দেশে ফিরে এম এ মালিক সিলেট-৩ আসনে ব্যাপক জনসম্পৃক্ততা তৈরি করেছেন। স্থানীয় নেতারা জানান, তাঁর নেতৃত্বে সিলেট বিএনপি আবারও সংগঠিত ও সচল হয়ে উঠেছে।

তেতলি ইউনিয়নের চেয়ারম্যান অলিউর রহমান বলেন, “তেতলি ইউনিয়নের সন্তান হিসেবে আমরা মালিক ভাইকে সর্বোচ্চ সহযোগিতা করব। প্রতিটি ইউনিটের নেতাকর্মীকে সম্পৃক্ত করে সফল আয়োজনের প্রস্তুতি চলছে।”

সভায় আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান ও এনামুল হক ইকবাল, ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন রিপন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লতিফ খান, মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ ইমরান ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেনসহ অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button