Uncategorized

এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি, ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এককভাবে অংশ নিতে প্রস্তুত, বলে জানিয়েছেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম।

তিনি জানান, চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই আসনগুলোতে দলের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সারাদেশে ৩০০ আসনেই প্রার্থী দেয়ার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, সমঝোতা বা জোট সেটি রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button