fbpx
দেশবাংলা

মামলার জটিলতায় ১৫ বছর ধরে নির্বাচ হচ্ছেনা চাঁদপুরের ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে

হাইকোর্টের মামলায় নিষেধাজ্ঞার থাকার কারনে দীর্ঘ ১৫ বছর ধরে চাঁদপুর জেলার ফরিদগঞ্জের ১৪নং ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছেনা। যার ফলে ইউনিয়নের উন্নয়ন বাঁধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন বাসিন্দারা। তারা জানান,বর্তমান চেয়ারম্যান বয়োবৃদ্ধ হওয়ায় কারনে পরিষদ চালানো কঠিন হয়ে পড়ছে। ইউনিয়নটিতে দ্রুত নির্বাচন দেয়ার দাবী জানিয়েছেন ভোটাররা।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাড়ে ৫ কিলোমিটার আয়তনের ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে প্রায় সাড়ে ১৭ হাজার ভোটার রয়েছে। মামলা সংক্রান্ত জটিলতার কারনে গত ১৫ বছর এ ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদে নির্বাচন হচ্ছে না।

২০০৩ সালের পর ২০১১ সালে নির্বাচন হওয়ার কথা থাকলেও সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ হাইকোর্টে রিট করায় ভোটের আগের দিন স্থগিত হয়ে যায় নির্বাচন।নির্বাচন না হওয়ায় ইউনিয়নের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এমন দাবী ইউপি সদস্য ও ভোটারদের।

হাইকোর্ট ও নির্বাচন কমিশনের নির্দেশনা পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান, জেলা নির্বাচন কর্মকর্তা (মোহাম্মদ নূরুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা, চাঁদপুর)।

মামলা নিষ্পত্তি করে দ্রুত নির্বাচনের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের ভোটাধিকার নিাশ্চত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটাই প্রত্যাশা সকলের।

সংশ্লিষ্ট খবর

Back to top button