fbpx
দেশবাংলা

চট্টগ্রামের অধিকাংশ প্রধান সড়কের বেহাল দশা, যাতায়াতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের

চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ প্রধান সড়কের বেহাল দশা। অভ্যন্তরীন সড়ক উপ-সড়কগুলোর অবস্থাও শোচনীয়। এতে বিঘ্ন হচ্ছে স্বাভাবিক যান চলাচল। যাতায়াতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। ক্ষতিগ্রস্ত এসব সড়কের সংস্কার কাজ শুরু করেছে জানিয়ে সিটি কর্পোরেশন বলছে,কিছুদিনের মধ্যেই সড়কগুলো ব্যবহার উপযোগী করা হবে।

এটি আরাকান সড়কের চিত্র। এই রোডে আছে ছোট-বড় অসংখ্য গর্ত। ভাঙাচোরা গর্তে বারবার থেমে যায় যানবাহনের চাকা। শুধু এই সড়ক নয়,নগরীর আগ্রাবাদ একরেস রোড, নিমতলা, বাকলিয়া, হালিশহর রোড, খাজা রোড, পোর্ট কানেকটিং রোড, কালুরঘাট সড়কসহ নগরীর অনেক সড়কের চিত্রই এমন। আর এসব কারনে দীর্ঘসময় ধরে যানজট লেগেই থাকে এ সড়কগুলোতে।

তথ্যমতে,চট্টগ্রামের ৮৬১ কিলোমিটারের মধ্যে ৩৬৭ কিলোমিটার সড়কেরই বেহাল দশা, চরম দুর্ভোগে যাত্রী চালক ও পথচারীরা। সেবাধর্মী প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কর্মকান্ডের কারনেই সড়ক সংস্কার কিছুটা ধীরগতিতে হচ্ছে জানিয়ে নগরবাসীকে ধৈর্য্য ধরার আহবান জানিয়েছেন সিটি মেয়র।

যথাসময়ে সংস্কার কাজ শেষ করে মানুষের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগী হবেন এমন প্রত্যশা নগরবাসীর।

সংশ্লিষ্ট খবর

Back to top button