fbpx
দেশবাংলা

খুলনায় প্রতিমা বিসর্জনে মানুষের ভিড়

||এম.ডি অসীম||
সিঁদুর খেলা,পূজা অর্চনা,দর্পন বিসর্জন এর মধ্যে দিয়ে খুলনায় সমাপ্তি হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের পাঁচদিন ব্যাপি প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুগোৎসব। বিকেলে খুলনার ভৈরব নদী,জেলখানা ঘাট,দৌলাতপুর ও রেলঘাটে এ বিসর্জন অনুষ্ঠিত হয়।

বিসজর্নে নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহীনির পাশাপাশি খুলনা জেলা ও মহানগরের পুজা কমিটির নিজস্ব ভলান্টিয়াররাও দায়িত্ব পালন করে। মহানগরীর দোলখোলা,ধর্মসভা,টুটপাড়া,রুপসা মহাশ্নাশন,শীতলাবাড়ী মন্দিরে বিসর্জনে প্রচন্ড ভিড় দেখা গেছে। বিসর্জনের আগে নারীরা দেবী দুর্গার সিঁথিতে সিঁদুর পরান ও মিষ্টি মুখ করান।

আগত নারীরা একে অপরের সিঁথিতে সিঁদুর পরান। এরপর বিভিন্ন পূজা মন্ডম থেকে ট্রাক যোগে দেবী দুর্গার প্রতিমাকে বিসর্জনের যাত্রা শুরু হয় ।

এ বছর খুলনা জেলা ও মহানগরে ৯২৮ টি মন্ডবে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হয়। এ মধ্যে মহানগরীতে ১২৩ টি ও ৯ উপজেলায় ৮০৫ টি পুজামন্ডবে দুর্গাপুজা অনুষ্ঠিত হয়েছে।

খুলনা জেলা পুলিশ সুপার এস.এম সফিউল্লাহ জানান,খুলনা জেলার প্রতিটি থানার নির্ধারিত স্থানে রাত আটটার মধ্যে প্রতিমা বিসর্জন দেয়ার নির্দেশনা রয়েছে।

বাংলাটিভি/এসএম/এবি

সংশ্লিষ্ট খবর

Back to top button