fbpx
আওয়ামী লীগরাজনীতি

মনোনয়ন ফরম কিনলেন প্রধানমন্ত্রী

মনোনয়ন ফরম কিনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

একাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সকালে ধানমণ্ডিতে, আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, দলীয় প্রধান শেখ হাসিনার মনোনয়ন ফরম বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের শুরু হয়। এরপর মনোনয়ন সংগ্রহ করেন ক্ষমতাসীন দলের টিকেট প্রত্যাশীরা।

শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পাশাপাশি, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও নিজের মনোনয়ন ফরমও সংগ্রহ করেন তিনি।  এ সময় কাদের বলেন,

তফসিল ঘোষণার পর দেশে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  আর তাই,

আজ থেকেই মনোনয়ন বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

২০৪১ সালের রূপকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন

প্রত্যাশা করছেন অনেক প্রবীণ নেতা।  পাশাপাশি, তরুণরাও চান দেশের উন্নয়নে অবদান রাখতে।

আসন্ন নির্বাচনে যাকেই দলের মনোনয়ন দেয়া হোক- সবাই তার সাথে নৌকার পক্ষে কাজ করবে বলেও জানান, মনোনয়ন প্রত্যাশীরা।

বাংলাটিভি/এসএম/এবি||বুলবুল আহমেদ||

সংশ্লিষ্ট খবর

Back to top button