fbpx
আওয়ামী লীগরাজনীতি

আ.লীগের হয়ে নড়াইল-২ আসনে লড়বেন মাশরাফি

নড়াইল-২ আসনে লড়বেন মাশরাফি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে জাতীয় নির্বাচনে লড়ার জন্য মনোনয়নপত্র নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

নিজের জেলা শহর নড়াইল-২ আসনে রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক

কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে তিনি মনোনয়ন ফরম কেনেন।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি প্রমুখ।

মনোনয়নপত্র কেনার পর মাশরাফি বলেন, নৌকার বিজয় নিশ্চিত করে নড়াইলকে সুন্দর আধুনিক করে সাজাতে চাই।

ধানমন্ডিতে মনোনয়নপত্র কিনতে আসার আগে গণভবনে গিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ

হাসিনাকে সালাম করে তার দোয়া চান মাশরাফি। রোববার বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে যান তিনি। এরপর প্রধানমন্ত্রীর

সঙ্গে দেখা করে তার দোয়া নেন। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য নাজিম আহমেদ উপস্থিত ছিলেন।

গণভবন থেকে বেরিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান মাশিরাফি। এর আগে তার মনোনয়ন

ফরম সংগ্রহ করতে আসার খবরে কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেয় মাশরাফির সমর্থকেরা।

বাংলাটিভি/এসএম/এবি

 

সংশ্লিষ্ট খবর

Back to top button