fbpx
নির্বাচন

যে কারণে বাতিল হয়েছে মনোনয়নপত্র

আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দাখিল করা হয়েছে মোট ৩০ হাজার ৬৫টি মনোনয়নপত্র । যাচায় বাচায় শেষে বাতিল হয়েছে ৭৮৬টি মনোনয়ন ফরম। সম্ভাব্য প্রার্থীদের এতো সংখ্যক মনোনয়নপত্র বাতিলের বেশ কটি কারণ পাওয়া গেছে।

সবচেয়ে বেশি বাতিল হয়েছে ১ শতাংশ ভোটারের সমর্থন না থাকার কারণে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ইসিতে আসা তথ্য থেকে জানা যায়, লাভজনক পদ থাকা, হলফনামায় স্বাক্ষর না থাকা, অসম্পূর্ণ ফরম জমা দেওয়া, ১ শতাংশ ভোটার সঠিক না থাকা, ঋণ খেলাপী, বিল খেলাপীসহ  ৩০ কারণে  মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। সব চেয়ে বেশি মনোনয়ন ফরম বাতিল হয়েছে ৩২১ জন স্বতন্ত্র প্রার্থীর ।

 

ঋণখেলাপীর কারনে বাতিল হয়েছে ৬০ জনের মনোনয়নপত্র ।

 

২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে ৭৮৬ জনের মনোনয়ন বাতিল হয়। এগুলোর মধ্যে-আওয়ামী লীগের ৩টি, বিএনপির ১৪১টি, এবং জাতীয় পার্টির ৩৮টি, স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয় ৩৮৪টি। আওয়ামী লীগের প্রার্থী সংখ্যা ২৭৮ জন আর বিএনপির বৈধ প্রার্থীর সংখ্যা  ৫৫৫ জন। বর্তমানে বৈধ মনোনয়ন রয়েছে ২ হাজার ২৭৯টি।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button