আওয়ামী লীগবাংলাদেশ
জিয়াউর রহমান হত্যাকান্ডে বিএনপির সিনিয়র নেতাদের সম্পৃকত্বতাখতিয়ে দেখা দরকার

জিয়াউর রহমানের হত্যাকান্ডের সঙ্গে বিএনপির সিনিয়র নেতারা জড়িত কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিয়ে শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।ড.হাছান মাহমুদ, এ সময় মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমানের হত্যা কাণ্ডের পর সব চেয়ে বেশি লাভবান হয়েছেন বেগম খালেদা জিয়া। এছাড়া ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকান্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিল কিনা সেটাও খতিয়ে দেখা দরকার বলে এ সময় জানান তিনি।
বাংলাটিভি/শহীদ