‘রুখবো দুর্নীতি গড়ব দেশ,হবে সোনার বাংলাদেশ’

‘রুখবো দুর্নীতি গড়ব দেশ,হবে সোনার বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও রায়পুরা উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা সম্মেলন কক্ষে এ শুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে গণ শুনানিতে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের অভিযোগ উত্থাপন করেন।
এসময় রায়পুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের উপ সহকারী ভূমি কর্মকর্তাগণ খারিজের নামে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি উল্লেখ করা হয়। এ অভিযোগের পেক্ষিতে জেলা প্রশাসক তাৎক্ষনিকভাবে ৩জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন। এছাড়া সাধারণ মানুষকে হয়রানির অভিযোগের প্রেক্ষিতে রায়পুরা থানার কনস্টেবল আমজাদ হোসেনকে অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত করেন।
এসময় দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় পরিচালক আকতার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য কান্ত দাস, সাধারন সম্পাদক বশির আহমেদ,পৌর মেয়র জামাল উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/ নূর