fbpx
অন্যান্যঅর্থনীতি

রোহিঙ্গা সঙ্কটের সুযোগে চলছে বনজ সম্পদ দখল

কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা সঙ্কটের সুযোগ নিয়ে এক শ্রেণীর ভূমি দুস্য উখিয়ায় দখল করেছে বনজসম্পদ। বন বিভাগের কর্মকর্তাদের বশে এনে তারা রাতারাতি ঘেরা দিয়ে দখল করে চলেছে গাছগাছালিতে ভরপুর সামাজিক বনায়নের একাধিক প্লট।

স্থানীয়দের মতে, উখিয়ার বালুখালী ঢালার পর থাইংখালী বনবিটের অধীনে আবু তাহের নামে এক ভুমি দুস্য দখলে নিয়েছে প্রায় ৪ একর বনজসম্পদ। অবৈধ দখলকৃত বনজসম্পদটি প্রধান সড়কের পাশে হওয়ায় আবু তাহের তার বাহিনী দিয়ে দেখভাল করাসহ ঘেরা দিয়ে রেখেছে। বালুখালী ও থাইংখালী বনবিটের দায়িত্বে থাকা বিট কর্মকর্তাকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে রাতের আঁধারে দখল করা হয়েছে মূল্যবান এই বনজসম্পদ।

এ ব্যাপারে কক্সবাজারের দক্ষিন বনবিভাগ কতৃপক্ষ জানায়, সরকারী বনজ সম্পদ দখলকারীদের বিরোদ্বে আইনগত ব্যবস্থা গ্রহণসহ বনভুমি উদ্বার করা হবে।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button