fbpx
বিশ্ববাংলা

ওমানে ঝুঁকিতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি

ওমানের আবাসিক এলাকায় বসবাসের অনুমোদন হারানোর ঝুঁকিতে পড়েছেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি।

সম্প্রতি দেশটির আল বাতিনাহ দক্ষিণ পৌর কাউন্সিল, এলাকা থেকে প্রবাসী ব্যাচেলরদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। টাইমস অব ওমানে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

আল বাতিনাহ দক্ষিণ কাউন্সিলের জনসম্পদ বিষয়ক মহাপরিচালক খালিদ আল মামারি জানান, অঞ্চলটিতে ৯৬ হাজারেরও বেশি প্রবাসী শ্রমিক রয়েছে।

এদের মধ্যে অন্তত ৩০ হাজার নির্মাণ ও ঠিকাদারি খাতে কর্মরত। এদের বেশিরভাগই বাংলাদেশি। সম্প্রতি আবাসিক এলাকায় ব্যাচেলর প্রবাসীদের বাস করার বিরুদ্ধে কঠোর হচ্ছে ওমান সরকার।

কর্তৃপক্ষের দাবি, আবাসিক এলাকায় ব্যাচেলরদের অবস্থান করার কারণে সেখানে আইন লঙ্ঘন হচ্ছে এবং সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button