fbpx
বিশ্ববাংলা

মালয়েশিয়ায় বৈধ বাংলাদেশি ৬ লাখ, অবৈধদের সঠিক তথ্য নেই

মালয়েশিয়ায় বৈধ ৬ লাখ বাংলাদেশি শ্রমিক রয়েছেন। তবে অবৈধ বাংলাদেশির সংখ্যা কত তার সঠিক তথ্য নেই। সম্প্রতি দেশটির ইমিগ্রেশন বিভাগ এ তথ্য প্রকাশ করেছে।

দেশটির ইংরেজি সংবাদমাধ্যম ‘নিউ স্ট্রেইট টাইমস’ ইমিগ্রেশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতো খাইরুল জাইমি এক বিবৃতিতে জানিয়েছেন, গত ৩১ অক্টোবর পর্যন্ত দেশটিতে বৈধভাবে বাংলাদেশি শ্রমিক ছিল ৫ লাখ ৭৫ হাজার ২৯২ জন।

এর বাইরে বিশেষ মর্যাদার পেশা, চিকিৎসক, প্রকৌশলী, অধ্যাপকের মতো পদে রয়েছেন, ৪ হাজার ৯০৮ জন। দাতো খাইরুল জাইমি বলেন, ভিসার মেয়াদ না থাকার পরও,বর্তমানে মালয়েশিয়ায় অনেক বাংলাদেশি অবস্থান করছেন।

তারা ঋণগ্রস্থ থাকায় দেশে ফিরতে পারছেন না। তিনি বলেন, যদি কোনো বিদেশী তার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও, দেশে ফিরে না যান, তবে মালয়েশিয়ার আইন অনুযায়ী তিনি অভিযুক্ত হবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button