
উয়েফা ইউরোপা লিগে ঘরের মাঠে ফ্রাঙ্কফুর্টের কাছে ২-১ ব্যবধানে হেরে টানা ৭ ম্যাচ হারের মুখ দেখলো আর্সেনাল। ১৯৯২ সালের পর এবারই প্রথম টানা হারের মুখে পড়তে হয়েছে উনাই এমেরির শিষ্যদের।
ম্যাচের শুরুটা দুর্দান্ত করেছিল আর্সেনাল। আক্রমণের পর আক্রমণে ফ্রাঙ্কফুর্টকে ব্যস্ত রেখেছিল স্বাগতিকরা। বিরতিতে যাওয়ার আগেই আর্সেনালকে এগিয়ে দেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। দ্বিতীয়ার্ধে ব্যবধান ধরে রাখতে পারেনি আর্সেনাল।
দাইচি কামাদার ৫৫ ও ৬৪ মিনিটের জোড়া গোলে শেষ পযর্ন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এই পরাজয়েও ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে শীর্ষে আছে গানার্সরা।
এদিকে কাজাখাস্তানের ক্লাব আস্তানার কাছে ২-১ গোলে হেরেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।