বিদেশগামী কর্মীদের জন্য চালু হচ্ছে বিমা স্কিম

বিদেশগামী কর্মীদের জন্য ডিসেম্বরে চালু হচ্ছে বিমা স্কিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯ ডিসেম্বর এ বিমা কার্যক্রম উদ্বোধন করবেন। বিদেশগামী কর্মীদের বিমা বাধ্যতামূলক করার অংশ হিসেবে তাদের এ আওতায় আনা হচ্ছে।
সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রবাসী বাংলাদেশি কর্মীদের বিমা সুবিধা না থাকায়, দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে তাদের প্রায়ই আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।
প্রবাসী কর্মীদের বিমা সুবিধার আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আরও জানা গেছে, বিদেশ যেতে ইচ্ছুক ও প্রবাসে বসবাসরত বাংলাদেশি কর্মীদের অধিকতর সুরক্ষার জন্য, প্রধানমন্ত্রীর নির্দেশে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ একটি জীবন বিমা নীতিমালা তৈরি করেছে।
এ নীতিমালার আলোকে বিদেশগামী বাংলাদেশি কর্মীদের জন্য দুই ধরনের বিমার ব্যবস্থা থাকবে, উভয় ক্ষেত্রেই যার মেয়াদ হবে দুই বছর।