‘বিএনপির রাজপথে নামার ঘোষণা, দেশকে অশান্ত করার ইঙ্গিত’

বেগম খালেদা জিয়ার জামিনের জন্য বিএনপি আন্দোলনে নামলে তা আদালত অবমাননার শামিল হবে বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন মঞ্চ পরিদর্শন শেষে, জামিনের বিষয়টি আদালতের এখতিয়ারে বলেও মন্তব্য করেন তিনি।
আগামী ২০-২১ ডিসেম্বর অনুষ্ঠেয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চের সাজসজ্জা ও কাজের অগ্রগতি পরিদর্শন করেন দলটির কেন্দ্রীয় নেতারা।
পরিদর্শন শেষে, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়ার জামিনের বিষয় নিয়ে বিএনপির রাজপথে নামার ঘোষণা, দেশকে অশান্ত করার ইঙ্গিত।
এ সময় কোনো কমিটিতে যাতে বিতর্কিত কেউ না আসে, সেদিকে নজর দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
ইতিমধ্যে সম্মেলনের ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।
বুলবুল আহমেদ, বাংলা টিভি