fbpx
অন্যান্যঅর্থনীতি

‘আমদানি-রপ্তানি কম হওয়ায় রাজস্ব আয় কমেছে’

আমদানি-রপ্তানি কম হওয়ায় চলতি অর্থবছরে দেশের রাজস্ব আয় কম হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। রোববার দুপুরে জাতীয় ভ্যাট সপ্তাহ ২০১৯ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ সময় আগামী বছর পেঁয়াজের কোন ঘাটতি থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, কৃষকরা ইচ্ছে করলে আগামী বছর পেঁয়াজের ঘাটতি আর থাকবে না।

আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর জাতীয় ভ্যাট সপ্তাহ ২০১৯ পালন করবে জাতীয় রাজস্ব বোর্ড। এ উপলক্ষে দুপুরে জাতীয় রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া ।

এ সময়, আমদানি রপ্তানি কমে যাওয়ায় এ বছর রাজস্ব আয় কম হলেও ভিশন ২০৪১ বাস্তবায়নে ভ্যাট আহরণ বৃদ্ধিতে এনবিআর দ্রুততার সাথে কাজ করছে বলে মন্তব্য করেন, এনবিআর চেয়ারম্যান।

চলতি মাস থেকে কিছু দোকানে ইএফডি মিশিন ব্যবহার শুরু করাসহ ভ্যাট প্রদানে বিলম্ব করলে জরিমানার ব্যাবস্থা করা হবে বলেও জানান তিনি।

মাসুদ সুমন, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button