fbpx
বাংলাদেশ

‘অবৈধ সম্পদ অর্জনকারীদের সুখে থাকতে দেয়া হবে না’

জনগণের অর্থ আত্মসাত করে অবৈধ সম্পদ অর্জনকারীদের সুখে থাকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সোমবার সকালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদক আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন শেষে  এ কথা বলেন তিনি। এ সময় জনগণের সম্পদ অবৈধভাবে দখল করে যারা সম্পদের পাহাড় গড়েছেন, তারা যেখানেই থাকুন খুঁজে বের করা হবে বলেও ঘোষণা দেন ইকবাল মাহমুদ।

‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ প্রতিপাদ্যে, বিশ্বে অন্যান্য দেশের মত বাংলাদেশেও নানা আয়োজনে দিনটি পালিত হচ্ছে।

তিনি আরও বলেন, সকল পেশাজীবীর মানুষ সকল শ্রেণি-পেশার মানুষ, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পেশাজীবী, গণমাধ্যমকর্মীসহ একযোগে আন্তরিকতার সঙ্গে দুর্নীতি প্রতিরোধে মনোনিবেশ না করা হয়, তাহলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়।

আসুন আগামী প্রজন্মের দিকে লক্ষ্য রেখে, আগামী প্রজন্মের ভবিষ্যৎটাকে দুর্নীতিমুক্ত রাখতে আমরা সবাই মিলে এক হয়ে একযোগে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থা নিই। একইসঙ্গে দুর্নীতি দমনে সবাই একযোগে কাজ করি।

এ সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সকল কমিশনার, মহাপরিচালক, সচিব, পরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button