fbpx
দেশবাংলা

দৌলতপুরে শিশু অপহরণ মামলায় নারীর যাবজ্জীবন

কুষ্টিয়া দৌলতপুর থানায় শিশু অপহরণ মামলায় প্রতিবেশী এক নারীর যাবজ্জীবন কারাদন্ড ও ৫০হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় অপর ৩ আসামীকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামীর উপস্থিতিতে এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামী হলেন, দৌলতপুর উপজেলার চাঁদ আলীর মেয়ে বেদেনা খাতুন।

২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের ছমির আলীর স্ত্রী বিনা খাতুন তার ৬মাস বয়সী শিশুপুত্র কর্ণকে ঘরের বারান্দায় শুইয়ে রেখে গৃহস্থালীর কাজে বাড়ির বাইরে ব্যস্ত ছিলেন। এসময় আসামী বেদেনা খাতুন লিমাসহ অপর তিন সহযোগীর যোগসাজসে শিশু কর্ণকে অপরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান।

এ ঘটনায় শিশুর পিতা ছমির আলী বাদী হয়ে বেদেনা খাতুনসহ ৪জনের নাম উল্লেখ করে মামলা করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button