fbpx
দেশবাংলা

আবারও দেশের বিভিন্নস্থানে বেড়েছে শীতের প্রকোপ

কয়েকদিন বিরতির পর আবারও দেশের বিভিন্নস্থানে বেড়েছে শীতের প্রকোপ। পঞ্চগড়ে তৃতীয় দফায় জেঁকে বসেছে শীত। গত তিনদিন সুরযের দেখা না পাওয়ায় কুয়াশার চাদরে ঢেকে আছে পুরো জেলা।

সেই সাথে উত্তরের হিমেল বাতাসের সাথে পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল খেটে খাওয়া মানুষ। কুড়িগ্রামে আবারও শুরু হয়েছে শৈত্য প্রবাহ। রাতে বৃষ্টির মত পড়ছে কুয়াশা।

জেলা আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্র জানায়, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক পাঁচ ডিগ্রী সেলসিয়াস।মৌলভীবাজারে শীত জেঁকে বসেছে। বাতাসের সাথে হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায়,আজ সর্বনিম্ন তাপমাত্রা ৭.৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button