fbpx
আইন-বিচারবাংলাদেশ

পলিথিনে মোড়ানো পোস্টারের ওপর নিষেধাজ্ঞা জারি

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে পলিথিন দিয়ে পোস্টার ছাপা ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।  একই সঙ্গে পলিথিন দিয়ে লেমিনোটিং করে পোস্টার তৈরি ও প্রদর্শন বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন।

এর আগে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন দিয়ে মুড়িয়ে নির্বাচনী পোস্টার প্রদর্শনের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিমকোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক। বিষয়টি আমলে নিয়ে আদালত এ আদেশ দেন।

মনোজ ভৌমিক জানান, সিটি নির্বাচনে বিভিন্ন প্রার্থী পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন দিয়ে মুড়িয়ে যত্রতত্র পোস্টার প্রদর্শন করছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি আদালতের নজরে আনলে আদালত ঢাকা সিটি নির্বাচনে নতুন করে পলিথিন দিয়ে লেমিনোটিং করে পোস্টার প্রদর্শনে নিষেধাজ্ঞা দেন।

নির্বাচন কমিশন, কমিশন সচিব, স্থানীয় সরকার সচিব, দুই সিটি কর্পোরেশনসহ সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button