fbpx
অন্যান্যবাংলাদেশ

দেশে নতুন আক্রান্ত ১৮২, মৃত-৫

করোনা পরিস্থিতি

দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে এক দিনের ব্যবধানে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ১৮২ জন। মারা গেছেন ৫ জন। ১ হাজার ৫শ ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তিনজন সুস্থ হয়ে ফিরেছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪২ জন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।।

আইইডিসিআরের দেয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮০৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ এবং ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এদিকে সারা বিশ্বে সাড়ে ১৮ লাখেরও বেশি করোনা রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। মারা গেছেন ১ লাখ ১৪ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রে আরও ৯ বাংলাদেশিসহ একদিনে দেড় হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। এ নিয়ে দেশটিতে করোনায় ১৩১ জন বাংলাদেশিসহ মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ১০৫ জনে দাঁড়ালো। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬০ হাজারের বেশি মানুষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button