
বিশ্ব এখন ঢেকে আছে করোনার কালো ছায়ায়। মানুষের দিন কাটছে আতংকে। মহামারি প্রতিরোধে দেশে দেশে জারি করা হয়েছে লকডাউন।
এই লকডাউন নিয়ে কলকাতায় এবারে নির্মিত হলো স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্যা অনলি স্টার’। ঘরে বসেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন পায়েল সরকার ও শুভ্র। স¤প্রতি ইউটিউব চ্যানেলে ঘুরপাক খাচ্ছে ‘দ্যা অনলি স্টার’।
এদিকে বাংলাদেশের অভিনেত্রী এবং মডেল রাফিয়াত রশিদ মিথিলাও, লকডাউনে বানিয়ে ফেলেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যার নাম দেয়া হয়েছে ‘দ্য ফরগটেন ওয়ান। স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটির গল্পের কারিগর অভিনেতা ইরেশ যাকের। আর এতে মিথিলার সঙ্গে অভিনয় করেছেন মেয়ে আয়রা।
কেবল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ নয়, চলছে স্বর সুরেরও কারসাজি। আর তাতে যোগ করা হচ্ছে আশার বার্তাও। গানটিতে কন্ঠ দিয়েছেন বাংলাদেশ ও ভারতের চারজন জনপ্রিয় কন্ঠশিল্পী। এছাড়া গানটির ভিডিওতে অংশ নেন দুই বাংলার জনপ্রিয় অভিনয় শিল্পীরাও।
করোনা ক্রান্তিকালে, হতাশাকে দূরে রাখতে ঘরে বসেই কাজ করে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শোবিজ অঙ্গনের তারকারা। কেউ তৈরি করছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, কেউবা বাঁধছেন সুর।