fbpx
আওয়ামী লীগরাজনীতি

কানাডায় অবস্থানরত খুনি নুর চৌধুরীকে ফেরত চাইলো বাংলাদেশ

কানাডায় অবস্থানরত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নুর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কানাডা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

বুধবার (১৩ মে) কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিস ফিলিপ চ্যাম্পেইনের সঙ্গে টেলিফোন আলাপের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ অনুরোধ জানান বলে বৃহস্পতিবার (১৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়।

এদিকে, করোনা ভাইরাস মোকাবিলা ও রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিস ফিলিপ চ্যাম্পেইন। বুধবার রাতে এক টুইট বার্তায় এ কথা বলেন।

টেলিফোন আলাপের বিষয়ে ফিলিপ চ্যাম্পেইন বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পণ্য সরবরাহ চেইন ও খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও আলাপ করেছি করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতে সহযোগিতা নিয়েও। সূত্র: বাংলানিউজ

সংশ্লিষ্ট খবর

Back to top button