অর্থনীতি চাঙ্গা করার লড়াই শুরু হয়েছে: নাসিম

‘ঈদ উপহার হিসেবে দেশের ৫০ লাখ কর্মহীন পরিবারের প্রত্যেককে আড়াই হাজার টাকার মানবিক সাহায্য প্রদান’ মানবিক প্রধানমন্ত্রীর পক্ষেই সম্ভব বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
শনিবার (১৬ মে) বিকালে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে সিরাজগঞ্জের বাগবাটির পিপুলবাড়িয়া স্কুলমাঠে ‘ঈদ উপহার বিতরণ’ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, করোনায় বিশ্ব অর্থনীতির বড় বিপর্যয় ঘটলেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করার লড়াই শুরু হয়েছে। করোনাভাইরাসের সংকট খুব শিগগিরই কেটে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবে, ইনশাআল্লাহ।
এসময় বাংলাদেশসহ বিশ্বের করোনা আক্রান্ত মানুষের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়ার আহ্বান জানান নাসিম।