দেশবাংলা
করোনা: মেহেরপুরে দুই পরিবারে আক্রান্ত ৬

মেহেরপুরের গাংনীতে দুই পরিবারে ৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার রাত সোয়া ৯টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রিয়াজুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্ত ব্যক্তিরা হলো বাদিয়াপাড়া গ্রামের মরহুম রোকনুজ্জামানের ছেলে অনিক-উজ্জামান। অনিক-উজ্জামানের মা পাপিয়া খাতুন, ছোট ভাই নাঈম হোসেন, ফুফু তাসলিমা ও মুসলিম খাতুন
। অপরদিকে তেরাইল গ্রামের আব্দুর রশিদ ও এনজিও কর্মী আবেদা খাতুন ছেলে রাসেল রানা।
আকতারুজ্জামান, মেহেরপুর প্রতিনিধি