fbpx
অন্যান্যবাংলাদেশ

৪ জুলাই থেকে ২১ দিনের লকডাউনে ওয়ারী

রাজধানীর ওয়ারীর কয়েকটি এলাকা আগামী ৪ জুলাই থেকে টানা ২১ দিনের লকডাউনের সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক নির্দেশনায় এ লকডাউন বাস্তবায়ন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

লকডাউন কার্যকরে কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে এসব কথা জানান ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। লকডাউন এলাকায় সীমিত যাতায়াতের জন্য দু’টি রোড চালু থাকবে। শুধু ওষুধ ও জরুরি জিনিসপত্রের দোকান ছাড়া বাকি সব বন্ধ থাকবে।

দৈনন্দিন দ্রব্যের জন্য ই-ক্যাবের মাধ্যমে সহায়তা পৌঁছে দেওয়া হবে। সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিতে নিয়ন্ত্রণ কক্ষ এবং সিটি করপোরেশন থেকে ব্যবস্থা থাকবে। রাজাবাজারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ওয়ারীর লকডাউন সফল হবে আশা প্রকাশ করেন মেয়র তাপস।

সংশ্লিষ্ট খবর

Back to top button