fbpx
বিশ্ববাংলা

জরিমানা ছাড়াই সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়লো ৩ মাস

সৌদি সরকার কোনোরকম জরিমানা ছাড়াই প্রবাসীদের ভিসার মেয়াদ ৩ মাস বাড়িয়ে দিয়েছে। সৌদি আরবের বাদশাহ, সালমান বিন আব্দুলআজিজের নির্দেশে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি আরবে অবস্থানরত এবং দেশে ছুটিতে থাকা প্রবাসীদের ভিসা বা ইকামার নির্ধারিতমেয়াদ মেয়াদ শেষ হয়ে গেলেও আগামী ৩ মাস পর্যন্ত তা মেয়াদোত্তীর্ণ বলে বিবেচিত হবে না। করোনা ভাইরাসের জন্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় যারা সৌদি আরবে গিয়ে আটকে পড়েছেন, তারা আরো ৩ মাস বৈধভাবে থাকার সুযোগ পাবেন।

গত সোমবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক ভিডিও বার্তায় জানান,  মধ্যপ্রাচ্যের দেশগুলোর মন্ত্রীদের সাথে ফোনে আলাপ হওয়ার সময় তারা অঙ্গীকার করেছিলেন যে, করোনাভাইরাসের কারণে ভিসা বা ইকামার মেয়াদ নিয়ে কোনো সমস্যা হবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button