fbpx
বিশ্ববাংলা

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের নামে প্রবাসীদের থেকে টাকা আদায়

দক্ষিণ কোরিয়ায় এক শ্রেণীর প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে, তারা দূতাবাসের নাম দিয়ে বাংলাদেশি প্রবাসীদেরকে ফোন করে বিভিন্ন অভিযোগে টাকা আদায় করছে বলে জানা গেছে।

জানা যায়, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে বিডি এম্বাসী নামক একটি ভূয়া ইমো আইডি থেকে ফোন করে পাসপোর্ট সংক্রান্ত সহায়তা দেয়ার কথা বলে নানা অযুহাতে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে একটি অসাধু চক্র। সম্প্রতি তাদের প্রতারণার শিকার বেশকিছু প্রবাসী।

এ বিষয়ে দূতাবাসে অভিযোগ জানালে দূতাবাস তাদের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, যে বিডি এম্বাসী নামে দূতাবাসের কোনো ইমো আইডি নেই। এবং প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ায় দূতাবাসের কোনো সমর্থন নেই।

এমতাবস্থায় প্রবাসীদেরকে যেকোনো সহায়তার জন্য সরাসরি দূতাবাসের নির্ধারিত ফোন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button