fbpx
খেলাধুলাফুটবল

চুড়ান্ত পর্যায়ে ফুটবলারদের নমুনা সংগ্রহ

ফুটবলারদের কোভিড অবস্থান যাচাই করতে সোমবার দু’টি আলাদা জায়গায় টেস্টের ব্যবস্থা করেছে বাফুফে। তবে এর মাঝেও থেমে নেই অনুশীলন। যাদের রিপোর্ট নেগেটিভ এসেছে তারা বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য প্রস্তুত করছেন নিজেদের।

তিন দফায় কোভিড টেস্ট করে গাজীপুরের একটি রিসোর্টে রাখার কথা ছিল ৩৬ ফুটবলারকে। ১৮ জন পজিটিভ হওয়ায় এখন শঙ্কায় সুস্থ থাকা ফুটবলাররাও। আর অনেকটা মুখ থুবড়ে পড়েছে বাফুফে’র বিশ্বকাপের অনুশীলন ক্যাম্প।

সোমবার আবারো সব ফুটবলারের কোভিড নাইনটিন টেস্ট করানো হবে। তার উপর ভিত্তি করে ঠিক করা হবে কাদের নিয়ে চূড়ান্ত ক্যাম্প শুরু করা হবে। যারা করোনা পজিটিভ হবেন তাদের বাড়িতে না পাঠিয়ে, গাজীপুরের সারাহ রিসোর্টেই আইশোলেশনের ব্যবস্থা করা হবে।

২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগে আগামী ৮ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৩ অক্টোবর কাতার যাওয়ার কথা জামাল ভূঁইয়াদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button