fbpx
বিশ্ববাংলা

গ্রীস দূতাবাসের উদ্যোগে প্রবাসীদের ডাটাবেজ তৈরী

গ্রীস দূতাবাসের উদ্যোগে প্রবাসীদেরকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহায়তা দেয়ার উদ্দেশ্যে ডাটাবেজ তৈরী করা হচ্ছে।

জানা যায়, যেসকল বৈধ প্রবাসীরা ডাটাবেজ তৈরীর জন্য নিজেদের তথ্য দেবে, তাদেরকে প্রয়োজনের সময় আর্থিক সহায়তা, সেই সাথে তাদের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ ও অন্যান্য সুবিধা দেবে বাংলাদেশ সরকার।

এজন্য প্রবাসীদেরকে গ্রীসের পিরেওস ব্যাংকের যেকোনো শাখায় ৪০ ইউরো জমা দিয়ে, ব্যাংকের রশিদ, পাসপোর্ট, এবং ছবি সহ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

ডাটাবেজে নিবন্ধন করলে প্রবাসীদেরকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে শিক্ষা, চিকিৎসা, আইনি সহায়তা সহ বিভিন্ন সেবা দেয়া হবে। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে সেবা ও পরাপর্শ দেয়া হবে।

এছাড়া নারী কর্মীদের জন্য সেফ হোম তৈরী করা হবে যেখানে বিপদগ্রস্ত প্রবাসী নারী কর্মীরা সংকটকালে আশ্রয় নিতে পারবেন। সম্প্রতি রাষ্ট্রদূত আসুদ আহমেদ সহ দূতাবাসের শ্রম কল্যাণ টিম এথেন্স থেকে দূরবর্তী মানোলাদায় গিয়ে প্রবাসীদেরকে ডাটাবেজ কার্ড করে দেয়ার উদ্যোগ নিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button