fbpx
বিশ্ববাংলা

জার্মানিতে একশ বাড়ির মালিক বাংলাদেশি যুবরাজ

জার্মানিতে একশ বাড়ির মালিক যুবরাজ তালুকদার নামে এক প্রবাসী বাংলাদেশি। বন শহরে একটি মসজিদও তৈরি করেছেন তিনি।

জার্মানির বন শহরের বাসিন্দা যুবরাজ দেশটিরর আবাসন খাতে এক পরিচিত মুখ। বর্তমানে একশ’র বেশি বাড়ির মালিক তিনি। নিজের চেষ্টায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের এই অবস্থান তৈরি করেছেন যুবরাজ তালুকদার।

তবে বড় কোনো বিনিয়োগ ছাড়া এই খাতে ব্যবসা শুরু করেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে লেখাপড়ার পাশাপাশি হোটেলে কাজ শুরু করেন যুবরাজ। পরে ইঞ্জিনিয়ারিং খাতে চাকরি করে যে বেতন পেয়েছেন, সেগুলো জমান তিনি। ২১ বছর বয়সে নিজের জমানো টাকা দিয়ে প্রথম বাড়ি নিলামে কেনেন, মাত্র সাড়ে ছয় হাজার ইউরো দিয়ে।

এরপর ১৯৯১ সাল থেকে আবাসন ব্যবসা শুরু তার। আবাসন খাতে নতুন বিনিয়োগের পাশাপাশি, আরও কিছু খাতে ব্যবসা শুরুর চেষ্টা করছেন যুবরাজ  কোলন-বন বিমানবন্দরের কাছে একটি ইতালীয় রেস্তোরাঁ,চালু করেছেন।

সম্প্রতি কোলনের একটি আদালতে, ‘অনারারি জাজ’ হিসেবেও নিয়োগ পেয়েছেন তিনি। জার্মানিতে নানারকম সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত আছেন যুবরাজ তালুকদার।

সংশ্লিষ্ট খবর

Back to top button