fbpx
বিশ্ববাংলা

করোনা উপসর্গ নিয়ে দূতাবাসে প্রবেশ না করতে অনুরোধ

পোল্যান্ডে করোনা সংক্রমণ রোধে প্রবাসীদেরকে সতর্কভাবে দূতাবাসে প্রবেশ করতে বলা হয়েছে।

গত সোমবার দূতাবাসের ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয়, দূতাবাসের কর্মচারীরা যদি প্রবাসীদের দ্বারা কোভিডে আক্রান্ত হন, তাহলে পুরো সেবাদান প্রকৃয়াটি অনিশ্চিত হয়ে পড়বে, এমনকি বন্ধও হয়ে যেতে পারে।

এমতাবস্থায় জ্বর-সর্দি-গলাব্যাথা সহ যাঁদের কোভিডের লক্ষণ আছে তাঁদেরকে দূতাবাসে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তবে, প্রবাসীদেরকে টেলিফোন, ইমেইল কুরিয়ার ও ডাকযোগে “রিমোট সার্ভিস” দেয়া হবে। সুতরাং অধিকাংশ ক্ষেত্রে দূতাবাসে স্বশরীরে না গিয়েও সেবা পাওয়া যাবে।

যদি জরুরী প্রয়োজনে কাউকে স্বশরীরে যেতে হয়, তাহলে দূতাবাস ভবনে প্রবেশ থেকে শুরু করে বহির্গমন পর্যন্ত পুরো সময় প্রবাসীদেরকে মাস্ক পড়ে থাকতে অনুরোধ করা হয়েছে।

এছাড়া দূতাবাসে প্রবেশের সময় সংরক্ষিত হ্যাণ্ড স্যানিটাইজার দিয়ে ভালভাবে হাত পরিষ্কার করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button