fbpx
বিশ্ববাংলা

গ্রিসে করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

গ্রিসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেলোয়ার হোসেন নামে এক বাংলাদেশি মারা গেছেন। গ্রীসে করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ে বাংলাদেশিরা খুব একটা আক্রান্ত না হলেও, বর্তমানে অনেক বেশী আক্রান্ত হচ্ছেন।

জানা যায়, গত শনিবার দেশটির রাজধানী এথেন্সের নিমিতস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার দেশের বাড়ি ঢাকার ডেমরায়। তিনি অসুস্থ বোধ করলে তার কোভিড টেস্টে পজিটিভ ধরা পড়ে।

করোনা ভাইরাসে আক্রান্ত অবস্থায় প্রায় ২০ দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হওয়ায় তিনি মারা যান। মৃত্যূকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

এছাড়া এথেন্সের আসপারিগো এলাকায় দুর্বৃত্তদের  গুলিতে আবদুল মোমীন এবং শাহীন মিয়া নামে দুই বাংলাদেশী মারা গেছেন। তাদের দুজনেরই বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। তারা আসপারিগো এলাকায় দারোয়ানের কাজ করতেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button