বিশ্ব সেরা ৪ গবেষকদের একজন বাংলাদেশি সাইদুর

বিশ্বের সেরা ৪ জন গবেষকের মধ্যে একজন নির্বাচিত হয়েছেন, বাংলাদেশি বংশোদ্ভূত সাইদুর রহমান। গত ১৮ নভেম্বর ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি জরিপে, বিশ্বের সেরা গবেষকদের তালিকা প্রকাশ করা হয়।
এতে নির্বাচিত ২০২০ সালের সেরা গবেষকরা হলেন, রয়্যাল সোসাইটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিক গ্রাহাম, ক্রপ সায়েন্সেসের অধ্যাপক স্টিভ লং, ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির অধ্যাপক জেস চুয়া এবং মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের, ন্যানো ম্যাটেরিয়ালস এবং এনার্জি টেকনোলজির অধ্যাপক, বাংলাদেশের সাইদুর রহমান।
তিনি নবায়নযোগ্য শক্তি বিষয়ক গবেষণা করেছেন। তার গবেষণাপত্র, বিশ্বের ৫ শতাধিক জার্নালে প্রকাশিত এবং প্রশংসিত হয়েছে। সাইদুর রহমান জানান, বাংলাদেশি গবেষকদের সাথে, তিনি তার জ্ঞান ভাগাভাগি করতে প্রস্তত আছেন।
এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় যদি গবেষকদের জন্য অনলাইনে সেমিনার আয়োজন করে, সেখানে সময় দেবেন তিনি।