জঙ্গী তৎপরতার কথা স্বীকার করে বাংলাদেশি দম্পতির আত্মসমর্পণ

জঙ্গী তৎপরতায় সহায়তার কথা জানিয়ে, আমেরিকায় আইনের কাছে আত্মসমর্পণ করেছেন, এক বাংলাদেশি দম্পতি।
জানা যায়, গত বুধবার দেশটির পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া আদালতে উপস্থিত হয়ে, শহিদুল গফফার এবং তার স্ত্রী নাবিলা খান, স্বেচ্ছায় তাদের অপরাধ স্বীকার করেছেন।
পেনসিলভানিয়া আদালতের ইউএস অ্যাটর্নি উইলিয়াম ম্যাকসুয়াইন জানান, শহীদুল গফফার ও নাবিলা খান মিলে, নাবিলার দুই ভাইকে জঙ্গিগোষ্ঠীর সাথে যোগ দিতে উৎসাহিত করেছিলেন। তারা তাদেরকে হাজার হাজার ডলার অর্থ সাহায্য পাঠাতেন। বাংলাদেশ থেকে নাবিলার মা-ও জঙ্গীদের সহায়তা দিতেন।
ফিলাডেলফিয়া ডিভিশনে কর্মরত বিশেষ এফবিআই এজেন্ট, মাইকেল ড্রিস্কল জানান, চরমপন্থীরা সরাসরি অস্ত্র হাতে নিচ্ছে না। তাদেরকে সহযোগিতা করা হচ্ছে, এসব সহযোগীদের চিহ্নিত করার জন্য, এফবিআই কাজ করে যাচ্ছে।
এদিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা যায় অপরাধী দম্পতি স্বেচ্ছায় অপরাধ স্বীকার করলেও, তাদের ৫ বছরের কারাদণ্ড ও আড়াই লাখ টাকা জরিমানা হতে পারে।