বিশ্ববাংলা
কাতারে কঠিন পরিস্থিতির মুখোমুখি স্বদেশী প্রতিষ্ঠানগুলো

বৈশ্বিক মহামারি করোনার কারণে, কাতার সরকারের ভ্রমণ বিধিনিষেধ থাকায়, দেশে আটকে থাকা প্রবাসী ব্যবসায়ীদের কাতারে ফিরতে বিলম্ব হওয়ায়, কঠিন পরিস্থিতির মুখোমুখী স্বদেশী প্রতিষ্ঠানগুলো।
করোনা প্রাদুর্ভাবের আগে দেশে ছুটিতে গিয়ে আটকে আছেন, কাতারের প্রবীণ ব্যবসায়ী দক্ষিণ চট্টগ্রামের মোঃ হাসান মাবুদ। সম্প্রতি তার মালিকানাধীন প্রতিষ্ঠান লামিজন ট্রেডিং ও ট্যুরিজম হজ্জ উমরাহ অফিস পরিদর্শন করেন, কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুস্তাফিজুর রহমান।
এসময় তিনি বলেন, করোনা ভাইরাস এর কারনে যেসকল প্রবাসী ব্যবসায়ীরা কাতার ফিরতে পারছেন না, তাদের বিষয়ে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস নিয়মিত কাজ করে যাচ্ছে। এসময় প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।