fbpx
বিশ্ববাংলা

বাংলাদেশি জাহাঙ্গীরের আমেরিকায় ডাবল স্বর্ণ পদক জয়

আমেরিকার লাস ভেগাসে ন্যাচারাল অলিম্পিয়া স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের জাহাঙ্গীর আজিজী। তার দেশের বাড়ি বাংলাদেশের পিরোজপুর জেলায়।

জানা যায়, সম্প্রতি লাস ভেগাসের  গোল্ডেন নাগেটস ক্যাসিনোতে অনুষ্ঠিত এ প্রতিযোগীতায় পঞ্চাশোর্ধ বয়সীদের জন্য নির্ধারিত গ্রাণ্ড মাস্টার ক্যাটাগরীতে বডি বিল্ডিং এবং স্পোর্টস মডেলে অংশ নিয়ে তিনি দুইটি স্বর্ণপদক জেতেন।

তিনি ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। প্রথমে তিনি নিউইয়র্কে বসবাস করতেন। এরপর পেনসিলভানিয়ার  আপার ডারবিতে বসবাস করতে শুরু করেন। দেশে থাকাকালীন তিনি ১৯৮৭ এবং ১৯৮৮ সালে বাংলাদেশ সাফ গেমসে স্বর্ণপদক পেয়েছিলেন।

এছাড়া ১৯৮৯ সালে তিনি মিস্টার বাংলাদেশ নির্বাচিত হন। জাহাঙ্গীর আজিজীর এই কৃতিত্বে প্রবাসী বাংলাদেশীরা সন্তোষ জানিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button